Be aTrainer! Share your knowledge.
Home» ইসলামীক প্রশ্নোত্তরঃ »ইসলামীক প্রশ্নোত্তরঃ

ইসলামীক প্রশ্নোত্তরঃ

Visit now

১। মাদানি সূরাসমূহে কাদের কিতাব বিকৃতির কথা বলা হয়েছে আহলে কিতাবের।
২।আল কুরআন পাঠ করাকে ইসলামিক পরিভাষায় বলে কুরআন তিলাওয়াত।
৩।কুরআন মজিদ দেখে পড়াকে বলে নাযিরা তালাওয়াত। ৪।কুরআনকে বিশ্বকোষ বলা হয় বিধানের জন্য। ৫।মহান আল্লাহ মহানবি (সাঃ) এর ওপর কুরআন নাজিল করেছেন উপদেশ গ্রহণের জন্য। ৬।আল্লাহ তায়ালা কীভাবে কুরআন তিলাওয়াতের নির্দেশ দিয়েছেন? ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে।
৭।আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করলে একটি নেকি পাওয়া যায়। ৮।কুরআন তিলাওয়াতে একটি নেকির পরিমাণ কয় গুণ? দশ। ৯।উম্মতে মুহাম্মদির উত্তম ইবাদত কুরআন তিলাওয়াত। ১০।কুরআন তিলাওয়াত উত্তম ইবাদত কোন হাদিসগ্রন্থে বলা হয়েছে? বায়হাকি।

১১। শানে নুযুল অর্থ অবতরণের কারণ। ১২।কুরআনের আয়ত বা সূরা নাজিলের কারণকে বলে শানে নুযুল। ১৩। শানে নুযুলের মাধ্যমে জানা যায় শরিয়তের বিধান প্রত্যাবর্তনের রহস্য। ১৪।সূরা আশ শামস কোন সূরার অন্তর্গত? মক্কি।
১৫।সূরা আশ শামসের আয়াত ১৫টি। ১৬।পবিত্র কুরআনের ৯১ তম সূরাআশ শামস। ১৭।কোন শব্দ থেকে সূরা আশ শামসের নামকরণ করা হয়েছে? শামস।
১৮।আশ-শামস শব্দের অর্থ সূর্য। ১৯।আন-নাহারু অর্থ দিন।
20।আশ-শামস সূরাতে কীসের শপথ করা হয়েছে? সূর্যের। 21। সূরা শামস এর বর্ণনা ধারাকে তিনভাগে ভাগ করা হয়েছে। 22।সূরা আশ শামসের শেষ ভাগে আল্লাহ কী বর্ণনা করেছেন? মানুষের ব্যর্থতা। 23।সূরা আশ শামসে আল্লাহ কোন সম্প্রদায়ের উদাহরণ তুলে ধরেছেন? ছামুদ। 24।ছামুদ সম্প্রদায় জাতি ছিল উন্নত ও সমৃদ্ধ।
25।ছামুদ সম্প্রদায়ের সমূলে ধ্বংস হওয়ার কারণ আল্লাহর অবাধ্যতা। 26।মানুষকে ভালো- মন্দ,সৎকর্ম-অসৎকর্মের জ্ঞান দান করেন মহান আল্লাহ। 27।পবিত্র কুরআনের ৯৩ তম সূরার নাম আদ দুহা। 28।সূরা আদ দুহার আয়াত সংখ্যা ১১ টি। 29।সূরা আদ দুহা নাজিল হয় মক্কায়। 30।সূরা আদ দুহার নামকরণ দুহা শব্দ থেকে করা হয়েছে।

31। আল ইনশিরাহ কুরআনের কততম সূরা? ৯৪তম সূরা।
32।মক্কাবাসী মহানবি (সাঃ)কে বলে ডাকতেন আল আমিন। 33।মক্কাবাসী মহানবি (সাঃ) এর নিকট গচ্ছিত রাখত ধনসম্পদ। 34।মক্কাবাসীরা রাসুল (সাঃ) এর বিরোধিতা শুরু করে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। 35।মক্কাবাসী কাদের ওপর নানাভাবে অত্যাচার ও নির্যাতন চালাতে থাকে? নওমুসলিমদের।
36।আমাদের প্রিয়নবি (সাঃ) কোথায় জন্মগ্রহণ করেন? মক্কায়।
37।সূরা আল ইনশিরাহ নাজিলের মূল উদ্দেশ্য হলো রাসুল (সাঃ) কে সান্ত্বনা প্রদান। 38।ইনশিরাহ শব্দের অর্থ কি উন্মুক্ত। 39।ইয়ুসরা শব্দের অর্থ শান্তি। 40।উসরুন শব্দের অর্থ কষ্ট।
2021 ago [09-04-21 (04:29)]

About Author

loadingsharif45
author

No responses to ইসলামীক প্রশ্নোত্তরঃ

    Be first Make a comment.

Leave a Reply

You must be logged in to post a comment.
Thank you